Logo
Logo
×

সারাদেশ

হালিশহরে যুবক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১০:১৮ পিএম

হালিশহরে যুবক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নগরীর হালিশহর এলাকায় রবিউল আলম নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুইজনকে খালাস দেওয়া হয়।

সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- আলমগীর হোসেন ও আবু তাহের। খালাসপ্রাপ্তরা হলেন- মোরশেদ আলম ও ইসমাইল হোসেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপস্থিত থাকলেও আবু তাহের পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. নোমান চৌধুরী।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৯ ডিসেম্বর সবুজবাগ এলাকার হক সাহেবের গ্যারেজ থেকে রবিউল আলম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তৎকালীন হালিশহর থানার এসআই মো. আলী বাদী হয়ে মামলা করেন। তদন্তে ওই যুবককে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয় আদালতে।  ১৪ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত এ আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম