চুরির অপবাদে নির্যাতনের পরদিন মরদেহ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:৪৩ এএম
ঢাকার ধামরাইয়ে শুক্রবার রাতে চুরির অপবাদে সালিশি বৈঠকে হাছান নামে এক ড্রাইভারকে মারধর করাসহ অমানুষিক নির্যাতন ও এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর পরদিন শনিবার সকালে ওই ড্রাইভারের ঝুঁলন্ত মরদেহ পাওয়া গেছে।
মরদেহটি সকালে দেখা গেলেও নানা জটিলতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে বিকালে। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে পুলিশ মরদেহ উদ্ধার করা থেকে বিরত থাকে।
রোববার মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছ। প্রাথমিকভাবে এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
কুশুরা বৈন্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জব্বার খান বলেন, হাবীব মেম্বার,নজরুল ও লিটনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সালিশি করার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।