সাতকানিয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম
শেখ কামাল ছিলেন যুব সমাজের প্রেরণার উৎস। তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নের ধারা সূচনা করেছিলেন। শেখ কামাল ছিলেন অত্যন্ত বিনয়ী ও প্রতিভাবান।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, ওসি মো. ইয়াসির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাছান চৌধুরী, উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন প্রমুখ।
এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার।