Logo
Logo
×

সারাদেশ

মাইক্রোবাসের চাকা ফেটে কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত ২

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১০:০১ এএম

মাইক্রোবাসের চাকা ফেটে কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত ২

গাজীপুর মহানগরীতে মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক ডিভাইডারে ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইলে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি থানার এসআই মো. আবুল কাশেম জানান, শুক্রবার একটি হাইয়েস মাইক্রোবাসে করে চালকসহ কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির উদ্দেশে যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক ডিভাইডারে ধাক্কা খায়। 

এতে গাড়িতে থাকা চালকসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আরও পড়ুন: পাবনায় মোটরসাইকেল কেনা নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

তিনি আরও জানান, তাদের দুজনের লাশ ওই দুই হাসপাতালে আছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম