Logo
Logo
×

সারাদেশ

উচ্চশব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১০:২৪ পিএম

উচ্চশব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

শেরপুরে গভীর রাতে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করায় মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ (৫৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে এক দল বখাটে যুবক। 

বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার ভোররাতে পৌর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। দুই সন্তানের পিতা নিহত মোহাম্মদ আলী পৌর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মোহাম্মদ আলীর বসত ঘরের পাশে এক দল বখাটে যুবক উচ্চশব্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল। এ সময় তাদের গভীর রাতে উচ্চশব্দে সাউন্ডবক্সে গান বাজাতে নিষেধ করেন মোহাম্মদ আলী। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আলীর ওপর হামলা করে তারা। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন। পরে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই বিল্লাল হোসেন ও সেকান্দর আলী জানান, রাতে বখাটেরা সাউন্ডবক্স বাজাচ্ছিল। গভীর রাতেও সাউন্ড না কমানোয় মোহাম্মদ আলী তাদের নিষেধ করেন। পরে এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। 

একপর্যায়ে মোতালেবের ছেলে কবির (৫৫), কবিরের ছেলে রাজিব (৩৩) ও রাজন (২২), বাবুল মোল্লার ছেলে সোহান (২৮), মোজাম্মেলের ছেলে রবিউল করিম (৩২) ঘরে ঢুকে হামলা চালায় ও ভাইকে চায়নিজ কুড়াল ও রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ভাইয়ের পেট কেটে ভুঁড়ি বের হয়ে যায়। 

এরপর তারা ভাইকে মাছ ধরার লোহার কোচ (মাছ ধরার বিশেষ যন্ত্র) দিয়ে আঘাত করে। নিহতের মা লাইলি বানুসহ স্বজনরা এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে দ্রুত ফাঁসির দাবি জানান। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, ওই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী রহিমা বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম