Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১১:০০ পিএম

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। কিছুদূর যাওয়ার পর মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে আসে।

সেখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এমআর ইসলাম স্বাধীন, লাভলী রহমান, খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, সাইদুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকারবিরোধী আন্দোলন দমন করার জন্যই সরকারের ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে। আমরা এ রায় মানি না। আওয়ামী লীগ সরকার প্রশাসনের লোকদের চাপে ফেলে, চাকরি হারানোর ভয় দেখিয়ে যা খুশি আদায় করে নিচ্ছে। তাই আন্দোলনের মাধ্যমে এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশে আইনের সুশাসন ও স্বাধীন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

বক্তারা তারেক রহমানকে দক্ষিণ আফ্রিকার অবিসংবদিত প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে বলেন, নেতাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। তারেক রহমানের ওপর যত নির্যাতন হবে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তত প্রতিবাদী হবেন।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম