Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ২৬ জনের

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯:০৮ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ২৬ জনের

চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে গত জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১১ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের।

সর্বশেষ বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬ জন রোগী। এ নিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় চলতি মাসের দুই দিনে যোগ হয়েছে ২৩৯ জন ডেঙ্গু রোগী।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫ জন রোগী। এদের মধ্যে ২ হাজার ১৭৮ জন নগরীর ও ৮২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া বুধবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ২৩৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ২ হাজার ৭৬৮ জন সুস্থ হয়ে ফিরেছেন বলে জানা গেছে।

এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ২৬ জনের মধ্যে বাকি ছয়জন পুরুষ এবং ছয়জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্টে ১ জনের মৃত্যু হয়।

সর্বশেষ মঙ্গলবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম আরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর মাদারবাড়ি এলাকার বাসিন্দা। গত রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম