Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৬:৫৩ পিএম

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধ না করেই কারাখানা সাময়িক বন্ধ করে দেওয়ায় ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকেই ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

গাজীপুর মহানগরের সদর থানাধীন তিন সড়ক এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়েই একটি তৈরি পোশাক কারখানা ছয় দিনের জন্য বন্ধ করে দেওয়ায় উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, স্টাইলক্রাফট নামের তৈরি পোশাক কারখানাটিতে কয়েক মাস পরপরই বেতন নিয়ে জটিলতা তৈরি হয়। এখানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের কাছে জুন, জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতন-ভাতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু মালিকপক্ষ ১ তারিখে বেতন পরিশোধ না করে কারখানা থেকে চলে যায়।

শ্রমিকরা আরও জানান, বকেয়া অর্থ না পেয়ে মঙ্গলবার তারা অসন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যান। বুধবার সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে শ্রমিকরা গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। বকেয়া পরিশোধ না করে কোনো কিছু না জানিয়ে এভাবে হঠাৎ রাতের আঁধারে কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় সকালে শ্রমিকরা আন্দোলনে নামেন।

কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক জানান, বেতন বকেয়া থাকায় বাড়িভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাই অবিলম্বে বেতন-ভাতা পরিশোধে সরকার ও প্রশাসনের সহযোগিতা চাইছেন তারা।

শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার যুগান্তরকে জানান, মেট্রোপলিটন পুলিশসহ জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভিতরে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম