Logo
Logo
×

সারাদেশ

ঝড়োবাতাসে ২ ট্রলার ডুবি, ৩ জেলে নিখোঁজ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:২৯ পিএম

ঝড়োবাতাসে ২ ট্রলার ডুবি, ৩ জেলে নিখোঁজ

ভোলায় মঙ্গলবার সকাল থেকে নিম্নচাপ ও ঝড়োবাতাসে উত্তাল হয়ে উঠেছে মেঘনা ও সাগর মোহনা। ঝড় ও ঢেউয়ের তোড়ে পড়ে ১০ জেলেসহ ২টি জেলে ট্রলার ডুবে গেছে।

এর মধ্যে ৭ জন জীবিত উদ্ধার হয়েছেন বলে নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

ছোট জেলে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে বাবা ও ছেলেসহ তাদের নৌকা ডুবে গেলে কোস্টগার্ড এদের প্রথমে উদ্ধার করে। এরা হচ্ছে চরফ্যাশন উপজেলার মো. কালাম মুন্সি (৫৫) ও তার ছেলে কাওসার (১০)। অপরদিকে ঢালচর মোহনায় ৮ জেলেসহ ডুবে গেছে সোহাগ মাঝির ট্রলার। ওই ট্রলারে ৩ জেলে বিকাল পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেন ঢালচর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মোস্তফা কমান্ডার।

ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার পারভেজ আলম খান জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটে হঠাৎ করেই দুপুরের পর থেকে দমকা বাতাসে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। মেরিন অফিসারসহ তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঝড়োবাতাস অব্যাহত থাকলে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন বলেও জানান ম্যানেজার।

এদিকে সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেত দেওয়া হয়েছে বলে জানান ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. সহিদুল ইসলাম। নদী উত্তাল হয়ে পড়ায় দুপুরের পর থেকে নদী ছাড়তে শুরু করেন জেলেরা।

কোস্টগার্ড মিডিয়া সেল জানায়, ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে তাদের টিম কাজ করছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম