Logo
Logo
×

সারাদেশ

বরিশালে একদিনে আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৭:২০ পিএম

বরিশালে একদিনে আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৯৪ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১০৬ জন, পটুয়াখালীতে ৬৯ জন, পিরোজপুরে ৪৪ জন, ভোলায় ২৬ জন, বরগুনায় ২২ জন রয়েছেন ও ঝালকাঠিতে ২৭ জন।

এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালে সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন বরিশালে ৩৪৩ জন, পটুয়াখালীতে ২০১ জন, পিরোজপুরে ১১৮ জন, ভোলায় ৫০ জন, বরগুনায় ৮৪ জন ও ঝালকাঠিতে ৩০ জন।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৫ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬৩ জন। মারা গেছেন ১১ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে ৮ জন, ভোলায় ২ জন ও বরগুনায় ১ জনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম