এভিয়েশন শিল্পে নীরব বিপ্লব হয়েছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যশোর ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৭:০৫ পিএম
![এভিয়েশন শিল্পে নীরব বিপ্লব হয়েছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/31/image-701924-1690808706.jpg)
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এভিয়েশন শিল্পে নীরব বিপ্লব সাধিত হয়েছে। যশোর, সৈয়দপুরসহ দেশের ৭টি বিমানবন্দর আন্তর্জাতিকমানের করার লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। পর্যায়ক্রমে এসব বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান উঠানামা করবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা প্রকাশ করেছে সেই যাত্রায় এভিয়েশন শিল্পও হবে স্মার্ট-আধুনিক।
সোমবার দুপুরে যশোর বিমানবন্দরে নবনির্মিত আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প আন্তর্জাতিকমানের হয়েছে। তার নির্দেশে দেশের সব বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন করা হচ্ছে। শুধু মান উন্নয়ন নয়; নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আকাশপথ নিরাপদ রাখতে নিজস্ব পরিচালনায় দেশের সব বিমানবন্দরে উন্নতমানের রাডার স্থাপন করা হচ্ছে। শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন সমৃদ্ধি।
দেশের প্রাচীনতম যশোর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, যশোর ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেককিছু আমাদের করার দরকার। অনেক আগেই শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। যশোরের পর্যটনশিল্প হাতছানি দিচ্ছে। সেই ধারাবাহিকতায় যশোর বিমানবন্দরে ৩২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন আজ উদ্বোধন করা হয়েছে।
এর আগে উদ্বোধন অনুষ্ঠানে যশোরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
তিনি বলেন, যশোরে সবজি, ফুল মাছ পর্যটনে সম্ভাবনার জায়গা। এখানে স্থল ও নৌ বন্দর রয়েছে। ভারতের কলকাতা বিমানবন্দর যশোরের কাছে। বাংলাদেশের বিমান কলকাতার বন্দরে প্রচণ্ড চাপ বৃদ্ধি পাচ্ছে। এমনকি তাদের সক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে যশোর কলকাতা রুটে যদি বিমান চালু হয় এটা শুধু যশোরবাসী উপকৃত হবে না; দেশবাসীর সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) প্রধান প্রকৌশলী আব্দুল মালেক।
অনুষ্ঠানে যশোর সেনাবাহিনী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।