Logo
Logo
×

সারাদেশ

বরিশালে সর্বোচ্চ ৩৩৯ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম

বরিশালে সর্বোচ্চ ৩৩৯ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হরিপদ (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হলো।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হরিপদ বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, হরিপদ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই বিকালে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৩৯ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৯৭ জন, পটুয়াখালীতে ৬০ জন, পিরোজপুরে ৬৭ জন, ভোলায় ৩১ জন, বরগুনায় ৭৮ জন ও ঝালকাঠিতে ৬ জন। রোববার পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫৫ জন ডেঙ্গু রোগী।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৫ হাজার ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৪৩ জন। মারা গেছেন ৯ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম