কেরানীগঞ্জে জামায়াতের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী আটক
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম
ঢাকার কেরানীগঞ্জে ঝটিকা মিছিলের সময় জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে চুনকুটিয়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে চুনকুটিয়া সড়কে ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শাহিনুরের নেতৃত্বে এতে জামায়াত-শিবিরের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দলটির ১১ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, অনুমতি না নিয়ে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি ও মিছিল করছিল জামায়াতের নেতাকর্মীরা। সেজন্য পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।