Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যানবাহনের চাপ কম রয়েছে।

মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখলেও আঞ্চলিক যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। নির্দিষ্ট সময় পরপর যানবাহনগুলোকে গন্তব্যস্থলে যেতে দেখা যাচ্ছে। এদিকে মহাসড়কে এখনও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে।

শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

রফিকুল ইসলাম সুমন নামের এক যাত্রী জানান, জরুরি এক কাজে  বের হয়ে দেখি রাস্তায় তেমন বাস নেই। তাই বাসের অপেক্ষা করছি।

সানাইল্লাহ নামের এক বাসচালক জানান, বিএনপির কর্মসূচিকে ঘিরে অনেকেই আজ মহাসড়কে বের হননি। তাই মহাসড়কে যানবাহনের চাপ কম রয়েছে। রাস্তা ফাঁকা থাকায় সহজেই গন্তব্যস্থলে যেতে পারছি বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে বাধা দিলে তারা আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম