চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সভা
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম
চট্টগ্রাম বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইমাম প্রশিক্ষক একাডেমির উপপরিচালক খাজা আহমেদ মিয়াজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশুরা আমাদের জীবনে অনেক তাৎপর্যপূর্ণ এ কথা অনস্বীকার্য। আশুরার দিনে সংঘটিত বিভিন্ন ঘটনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আশুরার দিন কারবালার ময়দানের দুঃখজনক ঘটনাও মুসলিম জাতির জন্য অতিশয় বেদনাদায়ক ও হৃদয় বিদারক। প্রতি বছর আশুরা আমাদের এই দুঃখজনক ঘটনা স্মরণ করিয়ে দেয়।
সভাপতির বক্তব্যে পরিচালক বলেন, ইসলামের ইতিহাসে মহরম অত্যন্ত ফজিলতের মাস। যথাসাধ্য তাওবা ইসতেগফারের মাধ্যমে নিজের পাপসমূহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও আশুরার দিনে সত্যের জন্য ইমাম হুসাইনের (রা.) আত্মত্যাগের মহিমায় নিজেদের ইমানকে উজ্জীবিত করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জয়নাল আবেদিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন। অনুষ্ঠানে ইসলামি ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা, কর্মচারী, আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২০২২-২০২৩ অর্থবছরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ৩৭টি মসজিদ পাঠাগারে আলমারি ও বই বিতরণ করেন।