Logo
Logo
×

সারাদেশ

স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করলেন স্বামী

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম

স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করলেন স্বামী

বরিশালে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে নালিশি মামলা করেছেন স্বামী। বৃহস্পতিবার বরিশালের বিচারিক হাকিম আদালতে নালিশি মামলা করা হয়। 

বিচারিক হাকিম রেঁনেসা খান অভিযোগ আমলে নিয়ে হিজলা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। 

মামলার বাদী স্বামী আমিনুল ইসলাম (৩৩) বরিশালের কাজিরহাট থানার সোনাপুর গ্রামের বাসিন্দা মৃত আকুব্বর শেখের ছেলে।

বিবাদীরা হলেন- হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল জলিলের কন্যা ও বাদীর স্ত্রী উম্মে সালমা (২৫), শ্যালক মুরাদ সরদার ও আশিক সরদার।

বিচারিক হাকিম আদালতের স্টেনো মো. আতিকুর রহমান মামলার বরাতে বলেন, তিন বছর পূর্বে আমিনুল ইসলাম ও উম্মে সালমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর দুই শ্যালকের পরামর্শে স্ত্রী উম্মে সালমা যৌতুক হিসেবে ৫ লাখ টাকা ও ১০ শতাংশ জমি লিখে দেওয়ার দাবি করেন। ওই দাবি পূরণ করতে অস্বীকৃতি জানান আমিনুল।

গত ১৩ মে উম্মে সালমা কাউকে কিছু না বলে দুই ভাইয়ের সঙ্গে পিত্রালয় চলে যান। এ সময় সঙ্গে করে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যান। বেশ কয়েকবার স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে তিনি আসতে অপরাগতা প্রকাশ করেন। যৌতুকের টাকা না দিলে সংসার করবেন না বলে জানান। একইসঙ্গে স্বামীকে তালাক দেওয়ার হুমকি দেন।

বাদীর আইনজীবী আজিজুর রহমান খান রিয়াজ বলেন, বিবাদীরা যৌতুক হিসেবে নগদ অর্থ জমা রাখার ও ১০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়ার দাবি করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দণ্ডযোগ্য অপরাধ করেছে। তাই মামলা করা হয়েছে। বিচারক মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম