Logo
Logo
×

সারাদেশ

অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে: এমপি ফখরুল

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম

অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে: এমপি ফখরুল

সাহিত্য ছাড়া মনের ভাব প্রকাশ করা সম্ভব নয়। তাই অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে হলে উপজেলা পর্যায়ে গ্রামগঞ্জের তৃণমূলের সাহিত্য-সংস্কৃতিকে জাগিয়ে তুলতে হবে। বর্তমান সরকারের স্বপ্ন হচ্ছে তৃণমূলের সাহিত্যকে জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই চেতনাকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপজেলা সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম এসব কথা বলেন।

উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

ঈশ্বরগঞ্জ সাহিত্য মেলা বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন। সকালে বেলুন উড়িয়ে সাহিত্য মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইমাম। এরপর উপজেলা পরিষদ চত্বরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। মেলা উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও হাফিজা জেসমিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, মেলার সমন্বয়ক সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান।

দুপুরে কবি সোহরার পাশার সভাপতিত্বে ঈশ্বরগঞ্জে সাহিত্য এবং সাহিত্যিক নাজমা মমতাজের লিখিত প্রবন্ধটি পাঠ করেন কবি নিজেই। এ প্রবন্ধের আলোচক ছিলেন কবি আলম মাহবুব ও আঠারবাড়ী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সহীদুর রহমান।

বিকালে লেখক কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কবি সোহরাব পাশা, কবি আলম মাহবুব ও দীপু মোহাম্মদ। পরে সাহিত্য পাঠ, সাহিত্য আড্ডায় স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পী, আবৃত্তি ও স্থানীয় জাদুশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম