Logo
Logo
×

সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০২:২৯ পিএম

ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

টাঙ্গাইলে ট্রাকচাপায় মো. আমিনুল ইসলাম (৫১) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে ও জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঘটনার পর লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম