Logo
Logo
×

সারাদেশ

যুবককে রাসেল ভাইপারের কামড়, সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা

Icon

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৫:৪৮ এএম

যুবককে রাসেল ভাইপারের কামড়, সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা

লৌহজংয়ে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ের শিকার হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন টিংকু বর্মণ (৩২) নামে এক যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কনকসার গ্রামে নিজ বাড়িতে মন্টু বর্মণের ছেলে টিংকুকে রাসেল ভাইপার দংশন করে।

রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে প্রাণে বেঁচে যান টিংকু।

পরিবারের সদস্যরা জানান, টিংকু বাড়ির কাছেই একটি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করে। কর্মস্থল থেকে ফিরে হাতমুখ ধুয়ে ঘরে খাবার খাওয়ার সময় পায়ের কাছে একটি সাপ দেখতে পেয়ে টিংকু সঙ্গে সঙ্গে পা ঝাড়া দেয়। ততক্ষণে সাপ তার ডান পায়ের কড়ে আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। বিষক্রিয়ায় কাতরাতে থাকে টিংকু।

প্রতিবেশীরা এসে সাপটিকে মেরে ফেলে। পরে সাপটিকে সঙ্গে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এটিকে রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করেন। সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে পা ঝাড়া দেওয়ায় টিংকুর দেহে বিষ ভালো মতো ছড়াতে পারেনি বলে মনে করেন প্রতিবেশী রতন চন্দ্র বর্মণ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার সাপের ছবি দেখে এবং এর স্বভাব-চরিত্রের বর্ণনা শুনে, ইউটিউবে সার্চ দিয়ে একে রাসেল ভাইপার বলে শনাক্ত করেন। অত্যন্ত বিষধর সাপ রাসেল ভাইপারের কামড় খেয়েও প্রাণে বেঁচে যাওয়ার কারণ হিসেবে তিনি সৌভাগ্য কিংবা শরীরে বিষের মাত্রা খুবই কম ছিল বলে উল্লেখ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম