আলমডাঙ্গায় বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৭:৪২ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে দলের অভিযোগ।
এদিকে পুলিশ জানায়, গভীর রাতে সমবেত হয়ে তারা নাশকতা করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল, বিএনপির সদস্য ওবাইদুল ইসলাম ঝন্টু, সহ-সভাপতি ফারুক হোসেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতাউল হুদা, লুৎফর রহমান টিটু, ইউনিয়ন বিএনপি নেতা ও চিকিৎসক একেএম নাজমুস সালেহীন লিপন, সদস্য বাদশা আলম, জেহালা ইউনিয়ন বিএনপি সদস্য সমসের আলী ছমে, জামজামি ইউনিয়ন বিএনপি নেতা মজিবর রহমান, খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য ফতে আলী ও আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য জনি।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ ধরপাকড় শুরু করেছে। তাদের বাড়ি থেকে পুলিশ তুলে এনেছে। এ জেলা থেকে যাতে নেতাকর্মীরা সমাবেশস্থলে যেতে না পারেন- সেই কারণে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালায়।
এদিকে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ যুগান্তরকে বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামের একটি স্কুলে তারা নাশকতা করছিল। তারা বোমার বিস্ফোরণও ঘটায়। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।