Logo
Logo
×

সারাদেশ

মাছ না পেয়ে পুকুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম

মাছ না পেয়ে পুকুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় টিকিট কেটে শিকারে গিয়ে বড়শিতে মাছ না পেয়ে পুকুর মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন শৌখিন মাছ শিকারিরা। সোমবার দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগটি করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফাগুয়াড়দিয়াড় গ্রামের আরিফুল ইসলামের পুকুরে টিকিট কেটে মাছ শিকারের আয়োজন করেন পুকুর মালিক। প্রতিটি সিটের মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয় এবং মাছ না ধরলে খরচসহ মূল টাকা ফেরতের ঘোষণা দেন। সেই মোতাবেক টিকিট কেটে সোমবার সকালে ২৬ থেকে ২৮ জন মৎস্য শিকারি আরিফুলের পুকুরে মাছ শিকারে যান। সেখানে দুপুর পর্যন্ত বড়শিতে মাছ না পেয়ে চুক্তি অনুযায়ী শিকারিরা টাকা ফেরত চান। কিন্তু পুকুর মালিক টাকা ফেরত না দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় রহিমানপুর গ্রামের শৌখিন মাছ শিকারি এসএম সোহাগ বাদী হয়ে পুকুর মালিক আরিফুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে পুকুর মালিক আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং অভিযোগের বিষয়টিও তিনি জানেন না।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম