ফুটপাতমুক্ত রাখতে প্রতিদিন অভিযান চালাবেন মেয়র আরিফ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৪৫ পিএম
![ফুটপাতমুক্ত রাখতে প্রতিদিন অভিযান চালাবেন মেয়র আরিফ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/24/image-699668-1690217149.jpg)
সিলেট নগরীর ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সব ফুটপাতমুক্ত রাখতে প্রতিদিন অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার নগরীতে অভিযানে নেমে এ ঘোষণা দেন তিনি।
মেয়র আরিফ বলেন, কোনোভাবেই আর ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। এখন থেকে প্রতিদিন এই অভিযান চালানো হবে নগরের ৪২টি ওয়ার্ডেই।
তিনি বলেন, যতদিন আমার মেয়াদ আছে আমি ততদিনই কাজ করব। দায়িত্বে অবহেলা করার কোনো সুযোগ নেই। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনিও এরকম কাজ করবেন বলে আশা করি।
সোমবার বন্দরবাজার থেকে অভিযান শুরু করে জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়। অভিযান চলাকালে এসব এলাকার ফুটপাত ও স্থায়ী দোকানগুলোর সামনে থেকে অস্থায়ী দোকান তুলে দেওয়া হয়। পরে অটোরিকশা, লেগুনা ও ট্রাক চালকদের সড়কে যত্রতত্র না দাঁড়াতে নির্দেশ দেন মেয়র।
একইসঙ্গে সড়কের পাশে অবৈধভাবে সাঁটানো ব্যানার ও পোস্টার অপসারণ করেন মেয়র। পরবর্তীতে স্থায়ী দোকানের সামনে অস্থায়ী দোকান বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।