রাজশাহীর দুর্গাপুরে দাফনের এক বছর পর কবর থেকে এক স্কুলশিক্ষকের মৃতদেহ উধাও হয়েছে। এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কে বা কারা কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গেছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটছে। উধাও হওয়া মৃতদেহ আমগ্রাম মাঝিপাড়া গ্রামের স্কুলশিক্ষক আব্দুল গনি মোল্লার।
শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের সদস্যরা এ ধরনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের রয়েছে বলে অভিযোগ করেছেন।
মৃতের সন্তান এরশাদ আলী বলেন, আমার পিতা দুর্গাপুর উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল গনি মোল্লা ১০৫ বছর বয়সে ২০২২ সালের ২১ জুলাই রাতে মৃত্যুবরণ করেন। সেদিনই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যু ও দাফনের ঠিক এক বছর পর অর্থাৎ ২০২৩ সালের ২১ জুলাই দিবাগত রাতে মৃতদেহ উধাও হয়। তদন্তের ভিত্তিতে এ বিষয়টির রহস্য উদঘাটনসহ মৃতদেহটির সন্ধান চাই আমরা।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, মৃতদেহ উধাওয়ের ঘটনার বিষয়টি জানি না। কেউ অভিযোগ করলে এ বিষয়ে তদন্ত করা হবে।