Logo
Logo
×

সারাদেশ

বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ভাইয়ের হাতে খুন হলেন বোন

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:৩২ পিএম

বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ভাইয়ের হাতে খুন হলেন বোন

কিশোরগঞ্জের ভৈরবে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে আপন ভাই বাবুল মিয়ার হাতে খুন হলেন বোন সোমা বেগম (২৮)। শনিবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খুন হওয়া সোমা বেগম ও অভিযুক্ত বাবুল মিয়া উপজেলার শিবপুর গ্রামের মোতালিব মিয়া ও আয়েশা বেগমের মেয়ে ও ছেলে। সোমা লক্ষ্মীপুর এলাকার শাহীন মিয়ার স্ত্রী। নিহত সোমার তিন বছর ও সাত বছরের দুইজন ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় শনিবার গভীর রাতে শিবপুর এলাকা থেকে পুলিশ বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল ৪টায় মায়ের সঙ্গে সম্পত্তির ভাগ ও নেশার টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় বাবুল মিয়ার। বাগবিতণ্ডার এক ফাঁকে মা আয়েশা বেগমের শরীরে আঘাত করেন ছেলে বাবুল। একপর্যায়ে ভাইকে বাধা দেয় বোন সোমা বেগম। কেন বাধা দিলেন এই রাগে ক্ষোভে বোনকে ইট দিয়ে মাথায় আঘাত করে বাবুল। ঘটনা দেখে প্রতিবেশীরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাবুল। আহত অবস্থায় সোমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করে স্বজনরা। কিছুক্ষণ পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে নিহতের খালা শেফালী বেগম জানান, দীর্ঘ দুই বছর আগে বাবুলকে বাড়ি থেকে বের করে দেন বাবা-মা। একাধিক চুরির অভিযোগ রয়েছে বাবুলের বিরুদ্ধে। বাবুল একজন মাদকসেবী। নেশার টাকা না দেওয়ায় মাঝে মধ্যে মায়ের কাছে এসে মাকে মেরে ফেলার হুমকি দিত ছেলে বাবুল। সম্পত্তির ভাগ চাইতো প্রায় সময়। শনিবার বিকালে বাবুল তার মাকে নেশার টাকা ও সম্পত্তির জন্য চাপ দেয়, একপর্যায়ে মাকে মারধর করে। পরে বোন সোমা বেগম বাধা দিলে সোমাকে ইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে।

তিনি আরও বলেন, সোমা ঘটনার দিন সকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বিকালে এ ঘটনা ঘটে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিনিতা দাস জানান, রাতে সোমা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ভর্তির সময় সোমার অবস্থা খুবই খারাপ ছিল। আসার সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছু সময় পরে সোমা মারা যান। প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম