Logo
Logo
×

সারাদেশ

রাহাত চৌধুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম

রাহাত চৌধুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনা জেলার চাঞ্চল্যকর রাহাত চৌধুরী ওরফে হীরা (২৪) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তুষারকে (৩৪) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার ঢাকার কামরাঙ্গীরচর থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তুষার পাবনা সদরের পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে। কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত তুষারের নামে পাবনা ও নাটোর জেলায় একাধিক মামলা রয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক মো. মারুফ হোসেন।

তিনি আরও জানান, আর্থিক লেনদেনের দ্বন্দ্বকে কেন্দ্র করে ২০০৮ সালে ২৮ মে গভীর রাতে পাবনার পৈলানপুর চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় রাহাত চৌধুরী ওরফে হীরাকে। এ ঘটনার পর ৯ জনের আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি আসামিদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং বাকি চার আসামিকে খালাস দেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম