ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম

চিতলমারীতে রান্না ঘর নির্মাণ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়গুনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাড়ির মালিক আসাদ শেখ (৬৫) ও কাঠমিস্ত্রি মোল্লাহাটের সোনাপুরা গ্রামের নিকাইল মোল্লার ছেলে নাসিম মোল্লা (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ শেখের বাড়িতে বেলা ১১টার দিকে রান্না ঘর নির্মাণ করার সময় আসাবধানতাবসত বিদ্যুতের বাল্ব সরাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের মোল্লাহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দুপুরের দিকে তারা দুইজন মারা যান।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাস জানান, এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।