Logo
Logo
×

সারাদেশ

আগৈলঝাড়ায় হাসপাতালে ১০ ডেঙ্গু রোগী ভর্তি

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৬:৩৪ পিএম

আগৈলঝাড়ায় হাসপাতালে ১০ ডেঙ্গু রোগী ভর্তি

আগৈলঝাড়া উপজেলায় গত দুই দিনে মোট ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত দেড় মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।

হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্স আভা করাতী ও মাধবী লতা রাজিব বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে এডিস মশা বিস্তার করতে না পারে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বক্তিয়ার আল মামুন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিকে মশারির ভেতরে থাকতে হবে। রক্তক্ষরণের লক্ষণ না থাকলে আক্রান্ত রোগী বাড়িতেই চিকিৎসা নিতে পারবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম