Logo
Logo
×

সারাদেশ

ফুটবল খেলায় সংঘর্ষ, যুবলীগ নেতার মৃত্যু

Icon

ঝিনাইদহ ও মহেশপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম

ফুটবল খেলায় সংঘর্ষ, যুবলীগ নেতার মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হানিফ নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের পাশের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে স্থানীয় ৪নং ওয়ার্ডের আলামপুর (কুলবাগান স্কুল মাঠ) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হানিফ উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের রফিকের ছেলে। তিনি ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এলাকার কৃষক বনাম ব্যবসায়ীদের মাঝে স্থানীয়ভাবে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সে সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হন হানিফ।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে পাশের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট থানার ওসি শামিম উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, খেলা চলাকালে খেলোয়াড় বদল করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

তিনি আরও জানান, হানিফের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।

এ বিষয়ে মহেশপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ খান জানিয়েছেন, এলাকার মালেক মেম্বর ও নিহত হানিফের নেতৃত্বে স্থানীয়ভাবে কৃষক বনাম ব্যবসায়ীদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। সংঘর্ষে নিহত হানিফ আজমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম