Logo
Logo
×

সারাদেশ

আইডিয়াল কলেজ কাণ্ড মেয়েকে উদ্ধারের আকুতি বাবার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:১১ পিএম

আইডিয়াল কলেজ কাণ্ড মেয়েকে উদ্ধারের আকুতি বাবার

বড় স্বপ্ন নিয়ে মেয়েকে লেখাপড়া করিয়েছিলাম। স্বপ্নও দেখছিলাম, মেয়ে একদিন ‘দেশসেরা চিকিৎসক’ হবে। তবে ‘সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হলো’-এই বলেই কেঁদে দেন ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম।

রাজধানীর ওই কলেজে যাতায়াতের সময় গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক সিনথিয়াকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন দাবি মেয়েটির বাবার। মেয়েকে উদ্ধারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান-এমন আকুতি অসহায় পরিবারটির।  
ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বলেন, ‘সাইফুল তার মেয়েকে উদ্ধারের জন্য আমার সঙ্গে দেখা করেন। এরপর তিনি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দেন। মামলার আইনজীবী অ্যাডভোকেট শাহ আজিজার রহমান বলেন, মুশতাক এর আগে চারটে বিয়ে করেন। তবে একজনও তার সংসার করেনি। ১৮ বছরের কিশোরীর সঙ্গে ৬৫ বছরের এক ব্যক্তির বিয়ে সমাজের অবক্ষয় বলে মন্তব্য করেন ওই আইনজীবী। বলেন, মুগদা আইডিয়াল কলেজে যখন মেয়েটি পড়ত তখন তাকে নজরে রাখেন মুশতাক। তার বয়স ১৮ হলে ফাঁদে ফেলে তাকে বিয়ে করেন।

২০ জুন মুশতাকসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন সিনথিয়ার বাবা। ট্রাইব্যুনাল মামলাটি তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে ঠাকুরগাঁও সদর থানাকে নির্দেশ দেন। তদন্ত অফিসার ঠাকুরগাঁও সদর থানার এসআই মানিক হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম