Logo
Logo
×

সারাদেশ

বরিশালে একদিনে ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম

বরিশালে একদিনে ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বরিশালে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, জেলার অন্যান্য হাসপাতালে ২৩ জন, পটুয়াখালীতে ৩১ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ২০, বরগুনায় ২৩ ও ঝালকাঠিতে তিনজন রয়েছেন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৪২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে দুই হাজার ৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৬৫৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে মারা গেছেন দুজন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।  

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও বলেন, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ইতোমধ্যে ২০০ শয্যা রয়েছে। আরও ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম