Logo
Logo
×

সারাদেশ

বাগান কিনতে যাওয়া ব্যবসায়ীর লাশ ঝুলছিল সেতুতে

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম

বাগান কিনতে যাওয়া ব্যবসায়ীর লাশ ঝুলছিল সেতুতে

টাঙ্গাইলে রেল সেতু থেকে গাছের বাগান কিনতে যাওয়া এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের সদস্যদের দাবি, এটি একটি হত্যাকাণ্ড।

লাশ উদ্ধার হওয়া ওই কাঠ ব্যবসায়ীর নাম মো. বাচ্চু মিয়া (৪২)। তিনি সদর উপজেলা মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের মৃত হুরমুজ আলী ছেলে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার তিনি ঘাটাইল উপজেলা গাছের বাগান কিনতে যান। রাতে ঘাটাইল বাসস্ট্যান্ডে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে সর্বশেষ কথা হয়। রাত ৮টার পর থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তাকে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ করা হয়। ভোর রাতে ঘাটাইল থানায় খোঁজ নিলে পুলিশ শালিনা এলাকায় লাশ আছে বলে জানায়। পরে সকালে পরিবারের সদস্যরা বাচ্চুর লাশ শনাক্ত করেন।

বাচ্চু মিয়ার বড় ভাই আব্দুল হামিদ বলেন, আমার ভাই কখনো আত্মহত্যা করতে পারে না। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তসাপেক্ষে আইনগত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক রহস্য জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম