Logo
Logo
×

সারাদেশ

যমুনায় দ্রুত বাড়ছে পানি, ভাঙন বৃদ্ধি

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১১:০৩ পিএম

যমুনায় দ্রুত বাড়ছে পানি, ভাঙন বৃদ্ধি

সিরাজগঞ্জের চৌহালীতে দ্রুতগতিতে বাড়ছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির ফলে যমুনার অভ্যন্তরে চরাঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যেতে শুরু করেছে বসতবাড়ি। সেইসঙ্গে শুরু হয়েছে নদীভাঙনও।  

শনিবার সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬১ মিটার।

গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে যমুনার অভ্যন্তরের চরাঞ্চলের গ্রামগুলো। ফসলের মাঠ তলিয়ে বসতবাড়িতেও পানি উঠছে। এদিকে চৌহালী উপজেলার বাঘুটিয়া, বেলকুচির বড়ধুল ইউনিয়ন, এনায়েতপুরের খুকনী এবং জালালপুর ইউনিয়নে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, উজানে ভারি বর্ষণে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি আরও ৩/৪ দিন বাড়বে। এতে পানি বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনাও রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম