লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১০:৫৭ পিএম
প্রতীকী ছবি
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি করপোরেশন। এ সময় ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এছাড়াও ফুটপাতে দোকানপাট বসানোর অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে শনিবার সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় আদ দ্বীন প্রোপ্রাটিজ এবং বাবুল ফিলিং স্টেশনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন- জেলা কীটতত্ত্ববিদ উম্মে হাবিবা, বিভাগীয় স্বাস্থ্য অফিসের কীটতত্ত্বীয় টেকনিশিয়ান আব্দুল বারী, রাজশাহী সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ।