ইটনায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম
![ইটনায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/14/image-695896-1689343569.jpg)
ইটনায় যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বাদ জুমা সদরের ঐতিহাসিক (গায়েবি) বড় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ শফিকুল ইসলাম।
দোয়ায় অংশ নেন উপজেলা প্রতিনিধি আজাদ হোসেন বাহাদুল, মতিউর রহমান, হযরত আলী, সিফাতুল্লাহ সানি প্রমুখ।