যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে গুরুদাসপুরে দোয়া মাহফিল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৭:৪১ পিএম
ফাইল ছবি
যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে স্বজন সমাবেশের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নারিবাড়ি কবরস্থান জান্নাতুল বাকি কওমি ও হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিল্পপতি বয়েজ উদ্দিন প্রামাণিক। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু, যুগান্তরের গুরুদাসপুর প্রতিনিধি ও গুরুদাসপুর প্রেস ক্লাবের সভাপতি দিল মোহাম্মদ ও মাষ্টার নাজমুল হক সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আলেম-ওলামা ও শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।
নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। অতিথিরা বলেন, নুরুল ইসলাম যেভাবে সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন, দেশে এমন শিল্পপতির বড়ই অভাব। তিনি বাংলাদেশের লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছেন।