Logo
Logo
×

সারাদেশ

মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন নুরুল ইসলাম

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১১:৩৪ এএম

মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন নুরুল ইসলাম

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম। দেশ স্বাধীনের পর সেই চেতনা নিয়েই তিনি দেশকে আত্মনির্ভরশীল করতে কাজ করে গেছেন।

এরই ধারাবাহিকতায় যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। মানুষের অধিকার আদায়ের জন্যই  প্রতিষ্ঠা করেন দৈনিক যুগান্তর।

দিনাজপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় এসব কথা বলেন বক্তারা। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সহসভাপতি কংকন কর্মকার, যমুনা টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি মাহফুজুল হক আনার, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, তথ্য ও প্রচার সম্পাদক কৌশিক বোস, যুগান্তরের বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বিরল প্রতিনিধি আতিউর রহমান আতিক, বিরামপুর প্রতিনিধি মশিহুর রহমান, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম, দেশ রূপান্তরের প্রতিনিধি কোরবান আলী, সাংবাদিক শীষনবী মন্ডল, দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজিদ আলম শিমুল, সাধারণ সম্পাদক আরমান আলী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগান্তরের দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদার।

আলোচনাসভা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন নাগরিক টিভির দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম।

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম