ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে কুরআন খতম দোয়া মাহফিল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:১৩ এএম
![ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে কুরআন খতম দোয়া মাহফিল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/14/image-695565-1689271989.jpeg)
কুরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় যুগান্তরের স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রয়াত এই গুণীজনের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবার বর্গের সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হুজ্জাতুল্লাহ নাঈম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসার শিক্ষক হাফেজ রহমত উল্লাহ, মাদ্রাসার শিক্ষক কারি শামীম আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রানা, দৈনিক যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, দপ্তর সম্পাদক সোহান আহমেদ, প্রথম আলো পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ, সাংবাদিক সাদ্দাম হোসেন দীপু নূরী প্রমুখ।