জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম
ছবি: যুগান্তর
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের জামালগঞ্জে স্বজন সমাবেশের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জামালগঞ্জ প্রেস ক্লাব ভবনে যুগান্তর প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে স্বজন সমাবেশের সদস্য সচিব বায়েজিদ বিন ওয়াহিদ সঞ্চালনা করেন। দোয়া মাহফিল পরিবেশন করেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিন।
যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নূরুল ইসলামের বর্ণাঢ্য জীবনী নিয়ে বিশেষ আলোচনা করেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ।
এতে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আওয়াল, কৃষক লীগের সভাপতি জালাল মিয়া, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক আব্দুল্লা আল মামুন, ইউপি সদস্য বাবুল মিয়া, জুয়েল মিয়া, প্রবাসী দুলাল মিয়া, জসিম উদ্দিন প্রমুখ।