Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুরে ৫ দিনব্যাপী কর্মসূচি

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুরে ৫ দিনব্যাপী কর্মসূচি

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। 

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের আইডল। তিনি দেশের জন্য-মানুষের কল্যাণের জন্য যুদ্ধ করেছেন। শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান করেছেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গৌরীপুর সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। 

তিনি বলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন সাহসী বীরযোদ্ধা। তিনি ১৯৭১ সালের রণাঙ্গণে যুদ্ধ করেছেন, দেশকে স্বনির্ভর ও উন্নয়নের জন্যও যুদ্ধ করে গেছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি শামীমা খানম মিনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন ইসরাত জাহান রেখা, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার মো. রুবেল মিয়া প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম