Logo
Logo
×

সারাদেশ

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪ কোটি টাকার জমি উদ্ধার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪ কোটি টাকার জমি উদ্ধার

কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে টানা দুই দিন উচ্ছেদ অভিযান চালিয়ে চার কোটি টাকার জায়গা উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার সকালে ও মঙ্গলবার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, কর্ণফুলী নদীরপাড় ভরাট করে সেখানে গড়ে তোলা হচ্ছিল পাকা স্থাপনা। অবৈধ এ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ২৫ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ জায়গার আনুমানিক মূল্য চার কোটি টাকা। এ সময় কাজ দেখাশোনার কাজে নিয়োজিত থাকা পেয়ার আহমদ নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন, নদী দখল করে যারাই স্থাপনা নির্মাণ করবে তাদের কোনো ছাড় নেই। কর্ণফুলীকে দূষণমুক্ত রাখার অংশ হিসেবে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। দখলদারদের হাত থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম