সিলেট মহানগরী থেকে নিখোঁজ প্রবাসীর নববধূর সন্ধান মিলছে না। তার নাম তানিয়া আক্তার ইমা (২১)। এ ব্যাপারে থানায় জিডি হলেও গত দুই সপ্তাহে কোনো সন্ধান বের করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি তারা প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জিডি সূত্রে জানা যায়, সিলেট মহানগরীর একটি প্রতিষ্ঠানে আইইএলটিএস কোর্স করছিলেন তানিয়া আক্তার ইমা। গত ২৭ জুন ক্লাস করতে বাসা থেকে বের হবার পর আর বাসায় ফেরেননি।
এ ব্যাপারে তার বাবা আব্দুস শুকুর গত ৪ জুলাই শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রি করেন। কিন্তু জিডির সপ্তাহখানেক পেরিয়ে গেলেও ইমার কোনো হদিস মিলছে না।
তানিয়া আক্তার ইমার বিয়ে হয় বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামের মো. কলিম উদ্দিনের সঙ্গে। গত জানুয়ারিতে বিয়ের পর কলিম উদ্দিন স্ত্রীকে দ্রুত নিজের কাছে নিতে উদগ্রীব হয়ে উঠেন। আইইএলটিএস করতে ভর্তি করেন হেক্সাস মেজরটিলা শাখায়। তিনি চলে যান নিজ কর্মস্থল আয়ারল্যান্ড। ইমাকে রেখে যান নগরীর মেজরটিলায় বড়বোনের বাসায়।
ইমার পিতা আব্দুস শুকুর বলেন, অনেক আশা নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলাম ছয় মাস আগে। স্বামী তাকে নিজের কাছে আয়ারল্যান্ড নেওয়ার কাজ শুরুও করেছেন। এ অবস্থায় হঠাৎ আমার মেয়ে নিখোঁজ। পুলিশের কাছে বারবার ছুটে যাচ্ছি কিন্তু তারাও কোনো হদিস পাচ্ছে না।
মেজরটিলার যে বাসায় ইমা থাকতেন সেই বাসার বেদেনা বেগম জানান, ইমার সঙ্গে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের ভালো সম্পর্ক ছিল। অথচ হঠাৎ কী যেন ঘটে গেল।
এদিকে ইমা নিখোঁজের জিডির তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার এসআই আশীষ লাল দত্ত জানান, জিডির সূত্র ধরে সব ধরনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।