Logo
Logo
×

সারাদেশ

ইউপি মেম্বারের সঙ্গে এক সন্তানের জননী উধাও

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম

ইউপি মেম্বারের সঙ্গে এক সন্তানের জননী উধাও

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউপি মেম্বার একাধিক বিয়ের হোতা হাবিবুর রহমানের পরকীয়ায় জড়িয়ে এক সন্তানের জননী উধাও হয়েছেন। এ ব্যাপারে ইয়াসিন আলী বাদী হয়ে স্ত্রী (২৪) ও ইউপি সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

জানা গেছে, গত ৫ বছর পূর্বে দক্ষিণ একসরা গ্রামের রজব আলীর ছেলে ইয়াসিন আলীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে তিন বছরের ইয়াসমিন নামে একটি কন্যাসন্তান রয়েছে। গত ৩ মে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সুযোগে ওই দিন বিকাল ৪টার দিকে তিন বছরের শিশুকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে চলে যান স্ত্রী।

কয়েক দিন পর বাড়ি আসার কথা থাকলেও স্ত্রী তার স্বামীর বাড়িতে আসেননি। স্বামীর সন্দেহ হলে কিছুদিন পর অভিযুক্ত মেম্বার হাবিবুর ওই গৃহবধূর বাবার বাড়িতে পৌঁছে মীমাংসা করেন। মেম্বারের কথামতো পুনরায় তারা কিছুদিন ঘর-সংসার করেন।

এদিকে গৃহবধূর স্বামী রাতে মৎস্য ঘেরে থাকায় সুযোগ বুঝে ইউপি সদস্য রাতে-দিনে প্রায় সময়ই মোবাইল ফোনে কথা বলতে থাকেন। একপর্যায়ে উভয়ের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সর্বশেষ গত ১ মাস যাবত মেম্বার খুলনার কোনো এক ভাড়াটিয়া বাসায় গৃহবধূকে রেখে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে দৈহিক সম্পর্ক অব্যাহত রেখেছে বলে তার স্বামী জানান।

এ ব্যাপারে আশাশুনি থানার ওসি মু. মমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম