৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রায় এলো জাহাজ
যুগান্তর প্রতিবেদন ও পায়রাবন্দর প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৫:৩৬ পিএম
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ এমভি ‘সাগর কান্তা’ পায়রা বন্দরে এসেছে। মঙ্গলবার সকালে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে জাহাজটি।
পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এসেছে। জাহাজটি ৯ দশমিক ৪৮০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯৮ মিটার দীর্ঘ এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থের।
জাহাজটি থেকে ইতোমধ্যে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। পরে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে পুরোপুরি কয়লা খালাস শেষ হবে।
উল্লেখ্য, কয়লা সংকটে প্রথমবারের মতো ২০ দিনের জন্য সাময়িকভাবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে পুনরায় চালু হওয়ার পর এটি কয়লা নিয়ে আসা পঞ্চমতম জাহাজ।