Logo
Logo
×

সারাদেশ

বালিশচাপায় ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৪:২৫ এএম

বালিশচাপায় ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

লক্ষ্মীপুরে ঝগড়ার পর স্বামীর ওপর রাগান্বিত হয়ে জুনায়েদ হোসেন নামে ৬ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা নার্গিস বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় নার্গিসকে আটক করেছে পুলিশ। 

আটক নার্গিস সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঝি বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। রোববার সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শিশুপুত্র জুনায়েদকে বালিশ চাপায় হত্যা করে নার্গিস। পরে জুনায়েদের মরদেহ পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী নার্গিসের ঝগড়া হতো। ঘটনার আগেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শাহাদাত বাড়ি থেকে কাজে চলে যায়। এরমধ্যেই স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে শিশুপুত্র জুনায়েদকে নার্গিস বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মরদেহ পুকুরে ফেলে দিয়ে তিনি চিৎকার দেন। স্থানীয়রা জুনায়েদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, শিশু জুনায়েদকে হত্যার অভিযোগকে তার মা নার্গিসকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম