Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১১:৫২ পিএম

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী

আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গ কেটে দিয়ে নিজেই নিয়ে গেলেন হাসপাতালে।

রোববার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়ার রণস্থল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পেশায় একজন পোশাক শ্রমিক এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা।

এ ঘটনায়  প্রতিবেশী নজরুল ইসলাম কাজী বলেন, রাত দেড়টার দিকে ওই নারী ফোন করে তাকে একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দিতে বলেন। সে  জানতে চাইলে ওই নারী জানান, স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছেন। ঘটনা শুনে একটি ভ্যানের ব্যবস্থা করে দিয়েছি।

এলাকাবাসী জানান, স্বামী দ্বিতীয় বিয়ে করায় পরিবারে কলহ লেগেই থাকত। রোববার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে প্রথম স্ত্রী ঘুমের ঘোরে ব্লেড দিয়ে তার অঙ্গ কেটে দেন। এ সময় তার অতিরিক্ত রক্তক্ষরণ দেখে স্ত্রী নিজেই সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় প্রথম স্ত্রী আশুলিয়া থানা পুলিশের হাতে আটক আছেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীকে আটক করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম