Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পারফরম্যান্স মূল্যায়ন-মতবিনিময় সভা

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পারফরম্যান্স মূল্যায়ন-মতবিনিময় সভা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ২০২২-২০২৩ অর্থবছরের সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়ন এবং ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সোমবার পারফরম্যান্স মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম, রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মো. বাবর আলী, প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক, সচিব, বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, সেল প্রধান, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিইপি-এর প্রকল্প পরিচালক, রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, ব্যাংকের ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে) এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা শেষে ২০২১-২০২২ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম