Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জের বান্দুরা সড়কজুড়ে খানাখন্দ, পথচারীদের ভোগান্তি

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১০:১৫ পিএম

নবাবগঞ্জের বান্দুরা সড়কজুড়ে খানাখন্দ, পথচারীদের ভোগান্তি

ঢাকা-নবাবগঞ্জ ভায়া বান্দুরা সড়কের বান্দুরা বাসস্ট্যান্ড এলাকার সড়কজুড়ে খানাখন্দ ও বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকছে। এতে পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ ও ভোগান্তির কবলে পড়তে হচ্ছে। এমন অভিযোগ পথচারী ও বিভিন্ন পরিবহণের যাতায়াতকারী যাত্রী সাধারণের।

এলাকাবাসীর অভিযোগ, মাঝে-মধ্যে সড়কটির সংস্কার কাজ হলেও কিছু দিন যেতে না যেতেই আবার পূর্বের চেহারায় ফিরে আসে সড়কটি। এতে জনসাধারণের ভোগান্তি লাঘব হচ্ছে না। স্কুলগামী ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। তাদের দাবি বান্দুরা থেকে নবাবগঞ্জ হয়ে ঢাকা যেতে প্রায় আড়াই ঘণ্টা সময় ব্যয় হয়। অথচ নবাবগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তানের দূরত্ব মাত্র ৩৪ কিলোমিটার।

বান্দুরা বাজারের ব্যবসায়ী মো. খোকন বলেন, এ সড়কটি দিয়ে প্রতিদিন বান্দুরা হলিক্রস স্কুল কলেজের শিক্ষার্থী, ইউ ফ্রেজিস বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে উপজেলা সদরের যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। বর্তমানে চলাচলে সড়কটি অযোগ্য। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ বাস ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। তিনি সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান।

বান্দুরা ইউনিয়নের সাদাপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ঢাকা নবাবগঞ্জ বান্দুরা সড়কটি দিয়ে উপজেলার পশ্চিম এলাকার তিনটি ইউনিয়নের লোকজনসহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকার জনসাধারণ ঢাকায় যাতায়াত করে থাকেন। সেই দিক থেকে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বলেন, সড়কটি সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। জনগণের যাতে কষ্ট না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে সড়কের বিভিন্ন স্থানে ইতোমধ্যে আমরা ছোট পরিসরে সংস্কার কাজ করছি।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী বলেন, আমরা বেশ কয়েকবার সড়কটি সংস্কার করেছি। ইতোমধ্যে বৃষ্টিসহ বিভিন্ন কারণে হয়ত সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। আগামী ৩১ তারিখ সড়কটি সংস্কারের টেন্ডার ওপেন হবে। আশা করি দ্রুত সড়কটি সংস্কারের মাধ্যমে জনসাধারণের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম