রাঙামাটিতে মনোমুগ্ধকর ‘লাভ পয়েন্ট’
সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:৪১ পিএম
পাহাড়, হ্রদ, ঝরনার প্রকৃতি রাঙামাটির সৌন্দর্য ও মুগ্ধতা ছড়াতে রাঙামাটি সদরে স্থাপন করা হয়েছে মনোমুগ্ধকর একটি ‘লাভ পয়েন্ট’। যেখানে অঙ্কিত হয়েছে ‘আই লাভ রাঙামাটি’। এটি স্থাপন করা হয়েছে পাহাড় আর হ্রদের সমাবেশ রাঙামাটি সদরের আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম নামক এলাকায়।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং রাঙামাটি সদর উপজেলা পরিষদের উদ্যোগে নির্মিত ‘আই লাভ রাঙামাটি’ পয়েন্টটি রোববার বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
জেলা প্রশাসক বলেন, ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাঙামাটির মুগ্ধতা ছড়াতে ‘আই লাভ রাঙামাটি’ পয়েন্ট স্থাপন করা হয়েছে। এটি রাঙামাটির সৌন্দর্য প্রতীক হয়ে থাকবে। বর্তমানে আগত পর্যটকদের আনাগোনা ওই সড়ক দিয়ে। তাই সেখানে সৌন্দর্যমণ্ডিত একটি লাভ পয়েন্ট নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন। সেখানে বসে ভ্রমণপিপাসু লোকজন ছবি তুলবেন এবং আড্ডাও দিবেন। মূলত সেই উদ্দেশে-ই ‘আই লাভ রাঙামাটি’ নির্মাণ। ওই এলাকাটি চমৎকার একটি জায়গা। যাতে বসে মনে হবে, বিদেশের কোনো একটি মনোমুগ্ধকর পর্যটন স্পটে বিনোদন আড্ডা হচ্ছে। রাঙামাটির সৌন্দর্য তুলে ধরতে ‘আই লাভ রাঙামাটি’ স্পটটির সংরক্ষণের দায়িত্ব এখন সবার।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, ‘আই লাভ রাঙামাটি’ স্পটটির নির্মাণে জেলা প্রশাসক সর্বাত্মক সহায়তা ও পরামর্শ দিয়েছেন। তার অনুমতি ও পরামর্শে ‘আই লাভ রাঙামাটির’ কাজ শুরু করি। কাজ করতে গিয়ে অনেকবার কষ্টে পড়তে হয়েছে। শেষে কাজটি সুন্দর ও নিপুণভাবে সম্পন্ন করতে পারায় মনে আনন্দবোধ হচ্ছে।
রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো. শহিদুজ্জামান মহসীন রোমান বলেন, ‘আই লাভ রাঙামাটি’ পয়েন্টটি রাঙামাটির পর্যটন বিকাশ ও উন্নয়নে একটি মাইলফলক। দেশের বাইরে এ ধরনের লাভ পয়েন্ট অনেক আছে। এই লাভ পয়েন্টের কারণে রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের গুরুত্ব বেড়েছে।