Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম

দুর্গাপুরে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে টিসিবির কার্ডধারীদের পরিচয় গোপন করে ভুয়া নামে টিসিবির কার্ড বিতরণের অভিযোগ উঠেছে। নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল আলম এবং স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ।

এ ঘটনায় উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সুবিধাভোগীরা।
 
তবে কার্ড বিতরণে অনিয়মের কথা অস্বীকার করে ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, কার্ডগুলো আমি নিজে বিতরণ করেছি। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তবে আমি দুর্গাপুরের বাইরে আছি। বিষয়টি নিয়ে পরে কথা বলব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের টিসিবির কার্ডধারী চায়না বেগম নামের সঙ্গে মিল রেখে অন্য চায়না বেগমের নামে কার্ড বিতরণ করা হয়েছে। এ রকম অনেক সুবিধাভোগীর কার্ড নবায়নের নাম করে জমা নিয়ে তাদের আর নতুন কার্ড দেওয়া হয়নি। শুধু নাম নয়, পুরো তথ্যের গরমিল করে টিসিবির কার্ডে স্বজনপ্রীতিসহ সুবিধার বিনিময়ে ইউপি চেয়ারম্যান শফিকুল আলম এবং ইউপি সদস্য আমজাদ হোসেন অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।

আজমিরা বেগম নামে এক সুবিধাভোগী বলেন, প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের টিসিবির কার্ড কেটে দিয়ে ইউপি সদস্য ও চেয়ারম্যানের আত্মীয়কে টিসিবির কার্ড করে দেওয়া হয়েছে। এমন দুর্নীতি করলে গরিবরা কোথায় যাবেন।

আসুরা বেগম নামে আরেক সুবিধাভোগী বলেন, এলাকার ২৫ জন সুবিধাভোগীর স্বাক্ষর নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। ইউনিয়নজুড়ে অসংখ্য মানুষের কার্ড নিয়ে প্রতারণা করা হয়েছে। আমরা সরকারের উদ্যোগে উপকৃত হই। কিন্তু ইউপি সদস্য ও চেয়ারম্যানের অনিয়মের কারণে আমরা কার্ড থেকে বঞ্চিত হলাম। আমরা এর বিচার চাই।

প্রসঙ্গত, এর আগে ইউপি সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে সরাসরি গাছ কেটে নেওয়ার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

অভিযোগের ব্যাপারে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, বিষয়টি নিয়ে অনেকেই অভিযোগ করেছেন। তবে আমি রেজুলেশন খাতা করে ইউপি সদস্যদের টিসিবির কার্ড বিতরণ করতে বলেছিলাম। অনিয়মের বিষয়টি আমার জানা নেই।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম