ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামে প্রকাশ্য দিনের আলোয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে ছুরিকাঘাত ও মারধর করে পৌনে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে কোতোয়ালি থানার ব্যস্ততম রিয়াজ উদ্দিন বাজারের রয়েল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোরশেদ আলম ও মারধরে ত্রিদীপ নামে দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন।
ছিনতাই হওয়া টাকা রিয়াজউদ্দিন বাজারের রিদওয়ান কমপ্লেক্সে অবস্থিত ‘নূর এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের বলে জানা গেছে। আহতরা ওই প্রতিষ্ঠানের কর্মচারী। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ব্যবসা করে থাকে।
নূর এন্টারপ্রাইজের মালিক নূর মোহাম্মদ ইয়াসিন কবির যুগান্তরকে বলেন, দুপুর ১২টার দিকে সিটি ব্যাংকের রিয়াজউদ্দিন বাজার শাখায় আমার দুইজন কর্মচারী ৯ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে যাচ্ছিলেন। কাছাকাছি রয়েল টাওয়ারের সামনে যেতেই ৭-৮ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে একজনকে ছুরিকাঘাত করে। অপরজনকে মারধর করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি আমি দ্রুত কোতোয়ালি থানা পুলিশকে জানিয়েছি।
তিনি বলেন, থানার ওসিসহ একদল পুলিশ সদস্য পরে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন তারা। তবে এখনো টাকা উদ্ধার করতে পারেনি। আমি র্যাব-৭ কে জানিয়েছি। তারাও ঘটনাস্থলে এসেছে। র্যাবও তদন্ত করছে। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
রিয়াজউদ্দিন বাজার নগরীর অন্যতম ব্যস্ত এলাকা। এখানে প্রায় সারা দিনই হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসেন। ছিনতাইয়ের সময়ও ওই এলাকায় প্রচুর লোকজন ছিল। তবে ছিনতাইকারীদের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। ছিনতাইকারীরা দুই কর্মচারীর হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে সিএমপির এডিসি (দক্ষিণ) নোবেল চাকাম যুগান্তরকে বলেন, একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ভিকটিমকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ইতোমধ্যে কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।